Header Ads

Header ADS

নেপালে ইউএস বাংলার বিমান বিধ্বস্তে জনপ্রিয় শিল্পীর শোক প্রকাশ

 আজ সকালে ঘুম থেকে উঠলাম উঠে আমার একটা ভাই রাকিবাল হাসানকে ফোন দিলাম একটু মঝা করব বলে। 

ফোন দেয়ার সাথে শুনলাম এক মর্মান্তিক দুর্ঘটনার কথা, প্রথমে বুঝে উঠতে পারছিলাম না _ তারপর ফেইসবুকে দেখলাম নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর ল্যন্ড করার সময় বাংলাদেশের ইউ-এস বাংলা বিমানটি বিধ্বস্ত হয়। 

নিহত সকলের আন্তার মাগফিরাত কামনা করছি, আহতরা সুস্থ হয়ে উঠুক। আমিও অনেকবার বিমান চড়েছি এবার আসার সময় বিমান যখন অনেক ঝাঁকুনি দিচ্ছিল আটলান্টিক উপরে সবাইকে বসে থাকার জন্য বলা হচ্ছিল, আমি অনেক ভয় পাচ্ছিলাম আর মনে_মনে ভাবছিলাম কিসের জন্য এত কিছু এখনই শেষ হতে পারে সব কিছু। 

আমি এখন তাদের কথা চিন্তা করিছি সেই মুহুর্ত কী ছিল, আল্লাহ সবাইকে হেফাজত করেন ! 

আমি সবসময় এই দোয়া করি আমার মৃত্যু যেন রাস্তাঘাটে না হয়। আমি কালিমার সহিত মৃত্যুবরণ করতে চাই। 

আমিন!!!

শিল্পী জুবায়ের টিপু কানাডা 

Facebook link : https://mobile.facebook.com/jubairtipu

No comments

Powered by Blogger.